• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টির গাড়ি বহরে হামলা ও ভাঙচুর


ফরমান শেখ, টাঙ্গাইল প্রতিনিধি ডিসেম্বর ২৬, ২০১৮, ০৮:২৪ পিএম
জাতীয় পার্টির গাড়ি বহরে হামলা ও ভাঙচুর

টাঙ্গাইল : টাঙ্গাইল-৫ (সদর) আসনের জাতীয় পার্টির মনোনিত প্রার্থী পীরজাদা সফিউল্লাহ আল-মুনির নির্বাচনী জনসভায় যাওয়ার পথে গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করেছে আ. লীগ নেতাকর্মী-সমর্থকরা।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের মসজিদ রোডস্থ স্থানে গাড়ি বহরটি পৌঁছালে এ ঘটনা ঘটে। এতে ২টি গাড়ি ভাঙচুরসহ অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। এ হামলার পর থেকে নেতা-কর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী পীরজাদা সফিউল্লাহ আল-মুনির বলেন, কয়েকদিন যাবৎ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের অফিস ভাঙচুর, নেতা-কর্মীদের হুমকি ও মারধর করে আসছে। আজকেও আমাদের কর্মীকে মারধর, দুটি গাড়ি ভাঙচুর ও ৫০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। প্রশাসনের প্রতি আমার আস্থা আছে। এ ঘটনায় সঠিক বিচার পাব বলে আশা করছি।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান বলেন, জাতীয় পার্টির দুটি গাড়ি ভাঙচুরের ঘটনায় দুঃখ জনক। ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!