• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টানা নবম দিনে রাজপথে পৌর কর্মচারিরা, নাগরিকদের দূর্ভোগ


নিজস্ব প্রতিবেদক জুলাই ২২, ২০১৯, ০৩:০৪ পিএম
টানা নবম দিনে রাজপথে পৌর কর্মচারিরা, নাগরিকদের দূর্ভোগ

ঢাকা: রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার এক দফা দাবিতে গত ১৪ জুলাই থেকে প্রেসক্লাব চত্ত্বরে অবস্থান কর্মসূচি পালন করছে সারাদেশের ৩২৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা। সোমবার (২২ জুলাই) টানা নবম দিনেও কর্মসূচি অব্যাহত রয়েছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি (বিএপিএস) আব্দুল আলিম মোল্যা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার এক দফা দাবি আদায় না হওয়া অবধি পৌর কর্মকর্তা-কর্মচারিরা প্রেসক্লাব ছাড়বেন না।

সোমবার (২২ জুলাই) প্রেসক্লাবে গিয়ে দেখা গেছে, প্রচণ্ড গরম উপক্ষো করে পৌর কর্মচারিরা স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত করে রেখেছে। পৌরমঞ্চে এসে অনেক পৌরসভার মেয়র ও কাউন্সিলররা এক দফার দাবির প্রতি সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করছেন। তারা অবিলম্বে পৌর কর্মকর্তা-কর্মচারিদের এক দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান।

এদিন সকালে পৌর মঞ্চে এসে বিএপিএস সভাপতি আব্দুল আলিম মোল্যা ফের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন,‘ যতক্ষণ না আমাদের যৌক্তিক দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ অবধি আমরা ঘরে ফিরে যাব না। যার প্রচণ্ড গরম ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে ঢাকায় অবস্থান করছেন তারা একেকজন পৌরসভার বীরশ্রেষ্ঠ। এই আন্দোলনের ফসল ঘরে তুলতে হলে আপনাদের বলিষ্ঠ ভূমিকা রাখা দরকার।’ তিনি সবাইকে সন্ধ্যা ৬টায় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার আহবান জানান।

আগেই জানানো হয়েছে, পৌরসভার আন্দোলনে এসে এরই মাঝে দুজনের মৃত্যু হয়েছে। এদের একজন হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার সচিব মোবারক হোসেন। গত শনিবার রাতে মারা গেছেন কুমিল্লার লাকসাম পৌরসভার পাম্প চালক আব্দুল মজিদ।

এদিকে, টানা নবম দিনের মতো পৌর কর্মচারিরা আন্দোলন কর্মসূচিতে থাকায় নাগরিকদের দূর্ভোগ চরমে পৌঁছেছে। অনেক স্থানেই পৌরসভায় সেবা না পেয়ে সাধারণ মানুষ মানবন্ধনও করেছে। পৌর শহরগুলোতে নয় দিন ধরে ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় শহরের অলিগলিতে জমেছে ময়লার স্তূপ। সড়কবাতি না জ্বলায় অন্ধকার হয়ে আছে পৌর এলাকা। টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে। কর সংগ্রহ, নাগরিক সনদ প্রদান, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ দৈনন্দিন কার্যক্রম বন্ধ থাকায় সেবাগ্রহীতারা পৌরসভায় এসে ফিরে যাচ্ছেন।

পৌরসভার সব সেবা বন্ধ করে গত রোববার (১৪ জুলাই) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহাসমাবেশ করে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা। সেখান থেকে সিদ্ধান্ত হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার এক দফা দাবি আদায় না হওয়া অবধি জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলবে।

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!