• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
হিলি স্থলবন্দর

টানা ৯ দিন বন্ধ থাকার পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু


দিনাজপুর প্রতিনিধি  আগস্ট ১৮, ২০১৯, ০২:৫০ পিএম
টানা ৯ দিন বন্ধ থাকার পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

দিনাজপুর: পবিত্র ঈদুল আযহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৯  দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশসের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, পবিত্র ঈদুল আযহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে গত ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা। আজ রোববার যথারীতি আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানান ,গত ৯ আগস্ট থেকে টানা ৯ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টেধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিলো।

এদিকে ৯ দিন পর বন্দরে আমাদনি-রপ্তানি শুরু হওয়ায় শ্রমিকদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!