• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডিএসইতে সূচকের উত্থানে রেকর্ড, লেনদেন ছাড়িয়েছে ১১০০ কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৯, ২০২০, ০৪:৩৬ পিএম
ডিএসইতে সূচকের উত্থানে রেকর্ড, লেনদেন ছাড়িয়েছে ১১০০ কোটি টাকা

ফাইল ছবি

ঢাকা: সূচকের রেকর্ড পরিমান উত্থানে সপ্তাহ শুরু করেছে দেশের উভয় শেয়ারবাজার। একইসঙ্গে বেড়েছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারাবাজর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)প্রধান সূচক ডিএসইএক্স ১৮০ পয়েন্ট বা ৪ দশমিক ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৫ পয়েন্টে। এনিয়ে টানা ১১ কার্যদিবস এ বাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হলো। একই চিত্র ছিল দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

ডিএসইএক্স সূচকটি চালু হওয়ার সাড়ে ৭ বছরের মধ্যে একদিনের ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ উত্থান। ডিএসইতে ডিএসইএক্স সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি ৪০৫৬ পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করে। এরপরে বিগত সাড়ে ৭ বছরের মধ্যে সূচকটি আজ রেবাবার দ্বিতীয় সর্বোচ্চ উত্থান হয়েছে। এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি ইতিহাসের সর্বোচ্চ অর্থাৎ ২৩২ পয়েন্ট উত্থান হয়েছিল।

সূচকের এ উত্থানে করোনা পরিস্থিতিতেও কিছুটা স্বস্তি ফিরে এসেছে ব্রোকারেজ হাউজগুলোতে। আর লেনদেনের সময়সূচি আরো ৩০ মিনিট বাড়ানোর কারনে লেনদেন বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে। রোববার থেকে দুই স্টক এক্সচেঞ্জে সকাল ১০ থেকে বেলা আড়াইটা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টা লেনদেন চালু হয়।

দিনশেষে ডিএসইতে ১,১২৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৯২ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি টাকার।

এ দিনে ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৯৩টির, শেয়ার দর কমেছে ৪২টির এবং ২০টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৮৯ পয়েন্টে। সিএসইতে আজ ২৭৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২১০টির দর বেড়েছে, কমেছে ২৯টির আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিকে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ২৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Wordbridge School
Link copied!