• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তথ্য প্রযুক্তি আইনে আমীর খসরুর বিরুদ্ধে মামলা


আদালত প্রতিবেদক আগস্ট ৫, ২০১৮, ১০:৩৮ এএম
তথ্য প্রযুক্তি আইনে আমীর খসরুর বিরুদ্ধে মামলা

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে তথ্য প্রযুক্তি ও বিশেষ ক্ষমতা আইনে চট্টগ্রাম কোতোয়ালী থানায় মামলা করেছেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। রাতেই তাকে গ্রেপ্তারে বনানীর বাসায় দুই দফায় পুলিশ যায় বলে জানিয়েছে বাসাটির প্রহরী।

শনিবার রাতে করা মামলায় এই বিএনপি নেতার বিরুদ্ধে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী বলছেন, টেলিফোনে আমীর খসরু মাহমুদ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সড়কে নেমে কর্মীদের ঢাকা অচলের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

পরে রাতেই আমির খসরুকে গ্রেপ্তারে বনানীর বাসায় যায় পুলিশ। তবে, তিনি বাসায় না থাকায় ফিরে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!