• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধি, দুই গ্রাম প্লাবিত হয়ে তরুণের মৃত্যু


লালমনিরহাট প্রতিনিধি মে ২৬, ২০২০, ১০:০৬ পিএম
তিস্তায়  আকস্মিক  পানি বৃদ্ধি, দুই গ্রাম প্লাবিত হয়ে তরুণের মৃত্যু

লালমনিরহাট : তিস্তা নদীর পানি আকস্মিক বৃদ্ধি ফলে নদীর বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত ও এক জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৬ মে) ভোর রাতে লালমনিরহাটের সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চর গোকুন্ডা গ্রামে তিস্তার ডান তীরের একটি বাঁধ ভেঙ্গে দুটি গ্রাম প্লাবিত হয়েছে।

তিস্তা নদীর বাঁধে বসবাসকারী ১১টি বসতবাড়ি নদীগর্ভে বিলিন হয়েছে বলে জানিয়েছেন গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফা স্বপন। নিজের বসতবাড়ি রক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে ওই এলাকার দুলু মিয়ার ছেলে আবু সাইদ (২২) বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে।

গকুন্ডা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা স্বপন জানান, বাঁধের পাশেই তিস্তা নদী থেকে অবৈধও অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করায় সেইসাথে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় চর গোকুন্ডার ডান তীর বাঁধটি মঙ্গলবার সকালে ধসে গিয়ে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। এসময় প্রবল পানির চাপে ১১টি বসতবাড়ি নদীগর্ভে বিলিন হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মহিবুল হক নদী ভাঙ্গনের সত্যতা নিশ্চিত করে জানান, ভাঙ্গনরোধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে, জিও ব্যাগ ফেলানোর কাজ চলছে। 

পাউবোর এই কর্মকর্তা আরো জানান, বাঁধের পাশেই ভুমিদস্যুর বালু উত্তোলন করায় বন্যার আগেই বাঁধটি ধসে গিয়েছে। বালু উত্তোলনের বিষয়টি প্রশাসনকে জানানোর পরও কোন ব্যবস্থা না নেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে রংপুরের কাউনিয়া, গংগাচড়া,পীরগাছা লালমনিরহাটের, সদর, আদিতমারীসহ বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনের খবর পাওয়া গেছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!