• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তৃতীয় দিনের মতো ঝালকাঠির সব রুটে বাস চলাচল বন্ধ


ঝালকাঠি প্রতিনিধি আগস্ট ৩, ২০১৮, ০৪:৫৮ পিএম
তৃতীয় দিনের মতো ঝালকাঠির সব রুটে বাস চলাচল বন্ধ

ছবি: সোনালীনিউজ

ঝালকাঠি : বরিশাল মালিক সমিতির সঙ্গে দ্বন্দ্বেে শুক্রবার (৩ আগস্ট) তৃতীয় দিনের মতো ঝালকাঠি থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে রেখেছে ঝালকাঠির বাস মালিক-শ্রমিকরা। ফলে ভোগান্তিতে পড়েছে ঝালকাঠি থেকে বরিশাল ও খুলনাগামী ৮ রুটের অসংখ্য যাত্রীরা।

ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানায়, মীমাংসা হওয়ার পরও কুয়াকাটা রুটে ঝালকাঠি সমিতির বাস চলাচল করতে না দেয়ায় ঝালকাঠি থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে রাখা হয়েছে।

৩১ জুলাইয়ের মধ্যে বরিশাল মালিক সমিতি ঝালকাঠির মীমাংসিত দাবি বুঝিয়ে না দেয়ায় নতুন করে এ কর্মসূচি নিতে হয়েছে। ঝালকাঠির মালিক-শ্রমিকদের নিয়ে বৈঠকের পর এ ব্যাপারে পরবর্তী সীদ্ধান্ত নেয়া হবে, বলেন তিনি।

এদিকে বুধবার দুপুর থেকে ঝালকাঠি মালিক-শ্রমিকরা বাস বন্ধের এ কর্মসূচি শুরু করায় ঝালকাঠি থেকে বরিশাল, খুলনা, পিরোজপুর, বাগেরহাট, পাথরঘাটাসহ ৮ রুটের অসংখ্য যাত্রীরা চরম বিপাকে পড়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!