• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঠকের কাছ থেকে সাড়া পাচ্ছেন তারা


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২০, ০২:৫৩ পিএম
পাঠকের কাছ থেকে সাড়া পাচ্ছেন তারা

ঢাকা : এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী লুৎফর হাসান, অভিনেত্রী শানারেই দেবী শানু ও সংগীতশিল্পী পুতুলের বই। নাগরী প্রকাশনী থেকে লুৎফর হাসানের উপন্যাস ‘জারুলবনে রক্তজবা’ এবং দেশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে কবিতার বই ‘পাখি তুমি গান’।

অন্যদিকে শানারেই দেবী শানুর শানুর উপন্যাসের নাম ‘লিপস্টিক’, পুতুলের উপন্যাসের নাম ‘কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত’। দুটি বই প্রকাশিত হয়েছে ‘অন্বেষা’ ও ‘তাম্রলিপি’ থেকে। শানুর কবিতার বই ‘প্রিয়তম মেঘ’ প্রকাশিত হয়েছে অন্বেষা থেকে, যাতে কবিতা আছে ৯৬টি।

‘লিপস্টিক’ উপন্যাস প্রসঙ্গে শানু বলেন, ‘গ্রন্থমেলার প্রথম দিন থেকেই মেলাতে যাচ্ছি নিয়মিত। অনেকটা সময় স্টলে বসেও সময় দিচ্ছি। যারা আমার লেখার ভক্ত তাদের সঙ্গেও সময় দিচ্ছি। লিপস্টিক শুধু নারীদের গল্প নয়, নারী সত্তাকে সম্মান জানানো পুরুষ নীরব ও গহিনেরও গল্প। প্রথম দিন থেকেই বইটির জন্য বেশ সাড়া পাচ্ছি আমি।’

পুতুল বলেন, ‘আমাদের সমাজে কালো নারীদের প্রতি বর্ণ ঘৃণাই হচ্ছে আমার উপন্যাসের মূল বিষয়বস্তু। প্রথম দিন থেকেই আমি মেলায় যাচ্ছি এবং পাঠকের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি।’

এদিকে আজ লুৎফর হাসানের জন্মদিন। জন্মদিন উপলক্ষে আজ ‘লুৎফর হাসান’ ইউটিউব চ্যানেলে লুৎফর ও স্মরণের গাওয়া ‘এক পাখি গান’ প্রকাশিত হবে। গানটি লিখেছেন লুৎফর হাসান এবং সংগীত করেছেন শান।

লুৎফর হাসান বলেন, ‘উপন্যাসটির জন্য পাঠকের কাছ খুব ভালো সাড়া পাচ্ছি। জন্মদিনে বাড়তি ভালো লাগা হচ্ছে নতুন একটি গান আসছে আমার ভক্ত শ্রোতাদের জন্য। আশা করছি গানটি শ্রোতা দর্শকের ভালো লাগবে। আর জন্মদিনে সন্ধ্যা ৬টা থেকেই আমি বইমেলায় থাকব। ইনশাআল্লাহ দেখা হবে সবার সঙ্গে।’

গতকাল দিনব্যাপী শানারেই দেবী শানু একুশে ফেব্রুয়ারির বিশেষ নাটক ‘ভাষা’র কাজে ব্যস্ত ছিলেন। যে কারণে তিনি বইমেলায় যেতে পারেননি। ‘ভাষা’ নাটকটি রচনা করেছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। নাটকটি পরিচালনা করেছেন হিমেল ইসহাক। এতে শানুর সহশিল্পী ছিলেন আহসান হাবিব নাসিম, নিথর মাহবুব, তাহমিনা সুলতানা মৌসহ আরো অনেকে। গত সপ্তাহে পুতুল কলকাতায় বইমেলায় সংগীত পরিবেশন করেছেন। সেখানে সংগীত পরিবেশন করে শ্রোতা দর্শকের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন পুতুল।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!