• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘ফোন করে অর্ডার দিলে বাজার নিয়ে হাজির হচ্ছে পুলিশ’


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২০, ০৬:৫৭ পিএম
‘ফোন করে অর্ডার দিলে বাজার নিয়ে হাজির হচ্ছে পুলিশ’

ছবি সংগৃহীত

চট্টগ্রাম: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী যারা বাসায় অবস্থান করছেন, তাদের জন্য ‘আপনি ঘরে থাকুন, দোকানই যাবে আপনার কাছে’ শিরোনামে চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ সংগ্রহ করে মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে পুলিশ।

কাউকে যেন ঘর থেকে বের হতে না হয়, সেজন্য এমন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। এ তথ্য জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক।

তিনি বলেন, করোনা ভাইরাস রোধে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে  সবাইকে বাসায় নিজ নিজ বাসায় থাকার নির্দেশ দিয়েছে। এই নির্দেশনা মেনে যারা বাসায় রয়েছেন, তাদের জন্য সিএমপির পক্ষ থেকে ‘হোম সার্ভিস’ সেবা চালু করা হয়েছে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশনায় নগরের ১৬ থানায় চালু করা হয়েছে পুলিশের এ ‘হোম সার্ভিস’ সুবিধা। থানার ডিউটি অফিসারের নম্বরে ফোন করে অর্ডার দিলে বাজার নিয়ে হাজির হচ্ছে পুলিশ।  এছাড়া সিএমপির হটলাইনে কল করে এই সেবা পাবেন নগরবাসী।

তিনি আরও বলেন, হোম সার্ভিসের বিষয়টি তদারকি করছেন সিএমপির চারটি জোনের দায়িত্বে থাকা উপ-কমিশনাররা।
 
সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!