• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর গড়া চলচ্চিত্রশিল্পকে ধ্বংস হতে দেবেন না: শাকিব খান


বিনোদন প্রতিবেদক আগস্ট ১৫, ২০২০, ০৬:২৪ পিএম
বঙ্গবন্ধুর গড়া চলচ্চিত্রশিল্পকে ধ্বংস হতে দেবেন না: শাকিব খান

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধুকে দলমতের ঊর্ধ্বে রেখে সবার সম্মানের জায়গায় রাখা উচিত। সেটা আইন করে হলেও করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। তিনি বলেন, বঙ্গবন্ধু সবার। সব মানুষের সম্মানের জায়গাতে তিনি থাকবেন। ক্ষমতায় যারাই আসুক বঙ্গবন্ধুকে সবাই সম্মান করে উপরে রাখবে এমনটিই হওয়া উচিত। প্রয়োজন হলে এটা আইন করে বাস্তবায়ন করা উচিত।

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিনটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে সরণ করা হচ্ছে। চলচ্চিত্রের মানুষরাও এফডিসিতে গভীর শ্রদ্ধাভরে সরণ করছেন জাতির জনককে। চলচ্চিত্রের ১৯টি সংগঠনের ব্যানারে এফডিসিতে চলে আলোচনা সভা। যেখানে সকালেই উপস্থিত হন শাকিব খান। বৃষ্টির কারণে অল্প সময়ের মধ্যেই শেষ করা আলোচনা সভা। 

জাতীয় শোকের এ দিনে বঙ্গবন্ধুকে সরণ করে সমকালের সঙ্গে আলাপে শাকিব খান বলেন, ‘বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। বাঙালির জন্য অকাতরে কাজ করে গেছেন। আবার সেই মানুষটায় একদল হিংস্র মানুষের থাবায় পড়ে জীবন দিয়েছেন। তিনি না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। জাতির জনককে সবসময় সবকিছুর ঊর্ধ্বে রাখা উচিত। বঙ্গবন্ধুর তুলনা নেই। তিনি আমাদের এফডিসি প্রতিষ্ঠা করেছেন। বাঙালি জাতির অনেক ঋণ রয়েছে তার কাছে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মনিকোটায় থাকবেন।’

শাকিব খান বলেন, ‘পৃথিবীর খুব কম দেশেই এমন নেতা পায়। ভারত পেয়েছে মহাত্মা গান্ধী, আফ্রিকা নেলসন মেন্ডেলা, আমেরিকা আব্রাহাম লিংকন, চীন পেয়েছে মাও সে তুং আর আমরা পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কিন্তু আমাদের জন্য গর্বের।’

সিনেমাপ্রেমি ছিলেন বঙ্গবন্ধু। চলচ্চিত্রশিল্পকে ভালোবেসে এফডিসি প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু কোন একটি ছবিতে অভিনয়ও করেছেন বলে উল্লেখ করে শাকিব খান বলেন, শুধু বঙ্গবন্ধুকে মুখে মুখে ভালোবাসালেই তো হবে না। তাকে হৃদয়ে ধারণ করতে হবে। তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। চলচ্চিত্র নিয়ে তিনি যে স্বপ্ন দেখতেন সেটা বাস্তবায়ন করতে হবে আমাদেরই। আমরা চলচ্চিত্রে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন করতেই চেষ্টা করছি। এতে যারা বাঁধা হয়ে দাঁড়াবে তাদের সবাই মিলে দমন করবো। আশা করি এ ব্যাপারে সবাই সজাগ থাকবে।’ 

বঙ্গবন্ধুর গড়া এফডিসি ও বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকে কোন ভাবেই ধ্বংস হতে দেবেন না বলেই দৃঢ়ভাবে মন্তব্য করেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ নায়ক। সেই সঙ্গে আগামীতে দেশের চলচ্চিত্রে বড় বড় কাজ উপহার দেবেন বলেও জানান ‘নবাব’ খ্যাত এ নায়ক।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!