• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগর থেকে ভারতীয় ১১ জেলে আটক


মোংলা প্রতিনিধি অক্টোবর ১৪, ২০১৯, ০৯:১৭ পিএম
বঙ্গোপসাগর থেকে ভারতীয় ১১ জেলে আটক

মোংলা: বাংলাদেশর সমুদ্রসীমা লঙ্ঘন করে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারের অভিযোগে ১১ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। 

সোমবার (১৪ অক্টোবর) ভোরে তাদের আটক করে মোংলা থানায় হস্তান্তর করা হয়। 

এ সময় ‘এমভি হারা পার্বতী’ নামে একটি ফিশিং বোটও জব্দ করা হয়। মোংলা থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা (এএসআই) মো. আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আটক জেলেরা হলেন- সিদ্ধিরশর গানা (৫৪), শ্রী কৃষ্ণ (৫৩), দিপক বাড়ই (৩৫), রামকৃষ্ণ দাস (৩০), হরিপ্রধান (৫৭), সুভাষ পাল (৫২), মাইনু হানবেগ (৫৮), পিন্টু মন্ডল (৪৮), জন্টু মৃধা (৫৫), প্রদিপ পাল (৩৫) ও গোকুল দলপতি (৩৭)। তাদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারায় মামলা দায়ের করে আদালদের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মোংলা নৌঘাঁটির পিওআর (জি) এম ইমান আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

বিষয়টি নিয়ে এএসআই মো. আবুল হোসেন আরও জানান, এর আগে গত ১ অক্টোবর ১৫ জন এবং ৪ অক্টোবর সন্ধ্যায় ২৩ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। তারা এখন বাগেরহাট জেলে রয়েছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!