• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাবা তুমি কোথায়


মো: গোলাম মোস্তফা (দুঃখু) জুন ১৬, ২০১৯, ০২:৩৭ পিএম
বাবা তুমি কোথায়

বাবা তুমি অচেনা শক্তির বল,
তোমার না দেখা ছবি!
আমার কষ্টের সাথী।
অপেক্ষায় আছি বাবা,
তোমার পথ চেয়ে।

যে পথে তুমি আসবে ফিরে,
সেই পথের ঠিকানা যে
আমি জানি না বাবা!
ঘুমের কল্পনা,
তোমার কথা বলে।
নয়ন জল যে,
ঘুমের মাঝে আসে।

জন্ম হলো,
চোখে দৃষ্টি এলো।
কানে আজান এলো মধুর সুরে।
বাবা এলো না কাছে!
খোকা বলে চুমু খেলো না কপালে।

চিৎকার করে বলেছিলাম সেদিন,
বাবা তুমি কোথায়?
তোমার ছোট খোকা,
পৃথিবীর আলো দেখেছে নয়ন পলকে।
নিষ্ঠুর নিয়মে জ্বলছি আমি,
তোমার স্পর্শ না পেয়ে।

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী,চট্টগ্রাম

Wordbridge School
Link copied!