• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাল্য বিয়ে করার অপরাধে একজনকে কারাদন্ড


ঝিনাইদহ প্রতিনিধি আগস্ট ১৯, ২০১৯, ০৭:২৩ পিএম
বাল্য বিয়ে করার অপরাধে একজনকে কারাদন্ড

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ কৃষ্ণপুর গ্রামে বাল্য বিয়ে করার অপরাধে বর হাসান হাবিব (২৪) কে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে বাদেডিহি গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে।

সোমবার (১৯ আগস্ট) বিকালে কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন এ আদেশ দেন। 

জনাব মোঃ জাকির হোসেন বলেন, উপজেলার গাজীর বাজার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে সোমবার কোর্টের মাধ্যমে বিবাহ দেওয়া হয়। বর্তমানে মেয়েটির বয়স ১৬ বছরও পূর্ণ হয়নি। এরপর বর শশুর বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বরকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়। 

তিনি আরও বলেন, বাল্য বিবাহ রোধে কালীগঞ্জ উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!