• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাস-অটোরিকশার সংঘর্ষ, নিভে গেল তিন প্রাণ


নোয়াখালী প্রতিনিধি জানুয়ারি ২১, ২০১৯, ০৪:৫০ পিএম
বাস-অটোরিকশার সংঘর্ষ, নিভে গেল তিন প্রাণ

নোয়াখালী : জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা-লাকসাম সড়কের বেগমগঞ্জ মিরওয়ারিশপুর মাদ্রাসার সামনে সোমবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংষর্ষে ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে নারী ও শিশুসহ ৫ জন।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাটি আসছিল। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পৌঁছে বাস ও অটোরিকশাটি আটক করে। তবে, চালক পালিয়ে যায়। হতাহত সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা থেকে সকালে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে অভারটেক করার সময় সিএনজি চালিত অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা হয়।

স্থানীয়রা আহতদের প্রথমে বেগমগঞ্জ ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বাকী ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!