• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি জুন ২৮, ২০২০, ১১:৩৬ এএম
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জুয়েল মিয়া (২৯) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জুয়েল মারা যান।

নিহত জুয়েল উপজেলার বাদাঘাট গ্রামের আফজাল উদ্দিনের ছেলে।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম জানান, জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী দিয়ে পাহাড়ি ঢলের সঙ্গে ভারত থেকে কাঠ, বাঁশ ও গাছ ভেসে আসে। স্থানীয়রা এসব কাঠ, বাঁশ সংগ্রহ করে। গতকাল সকাল থেকে নৌকা দিয়ে অন্যদের সঙ্গে জুয়েল মিয়াও এসব সংগ্রহ করছিলেন। এক পর্যায়ে এসব সংগ্রহ করতে করতে বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতীয় অংশের ১০০ গজের মধ্যে চলে যান জুয়েল মিয়া। এ সময় বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে জুয়েল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!