• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমান দুর্ঘটনায় মেক্সিকোতে নবনির্বাচিত নারী গভর্নর নিহত


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২৫, ২০১৮, ০১:০১ পিএম
বিমান দুর্ঘটনায় মেক্সিকোতে নবনির্বাচিত নারী গভর্নর নিহত

ঢাকা : মেক্সিকোর পুয়েবলা রাজ্যের প্রথম নারী গভর্নর মার্থা এরিকা আলোনসো সোমবার (২৪ ডিসেম্বর) এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। গভর্নর হিসেবে শপথ নেয়ার কয়েকদিন পরই প্রাণ হারালেন তিনি।

এই বিমান দুর্ঘটনায় মার্থার স্বামী রাজ্যের সাবেক সিনেটর রাফায়েল মোরেনো ভ্যালিও নিহত হয়েছেন।

তাদের মৃতুর খবর নিশ্চিত করে মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদর তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে তদন্ত শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, পুয়েবলা থেকে যাত্রা করার কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে- এটি হেলিকপ্টার ছিলো। এই দুর্ঘটনায় পাইলটসহ আরও একজন নিহত হয়েছেন।

৪৫ বছর বয়সী মার্থা নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর পুয়েবলার প্রথম নারী গভর্নর হন। তিনি সরকারদলীয় ন্যাশনাল অ্যাকশন পার্টির সদস্য ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!