• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেগম জিয়ার অনুপস্থিতিতে রায় ঘোষণার বিষয়ে আদেশ ৩০ সেপ্টেম্বর


আদালত প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০১৮, ০৩:০০ পিএম
বেগম জিয়ার অনুপস্থিতিতে রায় ঘোষণার বিষয়ে আদেশ ৩০ সেপ্টেম্বর

ঢাকা: জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলার বেগম জিয়ার অনুপস্থিতিতে রায় ঘোষণার আবেদনের বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বর আদেশ দেবেন আদালত। ওই দিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার জামিন বহাল থাকবে। বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ আদেশ দেন আদালত।

একই মামলার অন্য আসামি মনিরুল ইসলাম খান স্থায়ী জামিনে থাকার বিষয়ে ও অপর আসামি জিয়াউল হক মুন্নার, আদালতের উপর অনস্থার আবেদনের বিষয়ে আদেশও হবে ৩০ সেপ্টেম্বর। গতকাল জিয়া চ্যারিটেবল মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর পরও বেগম জিয়ার আইনজীবীদের আচরণে আদালত উষ্মা প্রকাশ করেন।

বেগম জিয়ার আইনজীবী অভিযোগ করেন, প্রহসনের বিচার করার চেষ্টা চলছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি বেগম জিয়ার আইনজীবীরা আদালতকে বিচারক কাজে কোনো সাহায্য করছে না। এর আগে আদালত পরপর ৫ কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করলেও প্রতি কার্যদিবসই যুক্তিতর্ক পেছানো এবং জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন বেগম জিয়ার আইনজীবীরা। মঙ্গলবারও একই ধরণের আবেদন করেন বেগম জিয়ার আইনজীবীরা। বরাবরের মত এদিনও বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!