• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিয়েতনামে বন্যায় ২৯ জনের প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৬, ২০১৮, ০৫:২০ পিএম
ভিয়েতনামে বন্যায় ২৯ জনের প্রাণহানি

ঢাকা : ভিয়েতনামের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় সন থিন এর প্রভাবে বন্যায় ২৯ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া পাঁচ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (২৬ জুলাই) স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য প্রচার হয়। খবর সিনহুয়া’র।

ভিয়েতনামের সংবাদ মাধ্যমে বলা হয়, নিহতদের মধ্যে ১৫ জন উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশ ইন বেই এর বাসিন্দা। উত্তর পার্বত্য প্রদেশ সন লা’তে ছয়জন, থাঞ্চ হোয়া প্রদেশে তিনজন এবং উত্তর পার্বত্য অঞ্চল লাও কাই ও থান হোয়া প্রদেশে একজনের প্রাণহানি হয়েছে।

বর্ষা মৌসুমের প্রথম দিকে ঘূর্ণিঝড় ও গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপ ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হানে।

অগাস্টের প্রথম দিক পর্যন্ত আরও বৃষ্টি হতে পারে জানিয়ে নাগরিকদের এ ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ভিয়েতনামের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো-মেটেরোলজিকাল ফোরকাস্টিং।

এই বন্যায় ১২ হাজারেরও বেশি বাড়িঘর তলিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৯০ হাজারেরও বেশি হেক্টর জমির ধানসহ বিভিন্ন ফসল। উত্তর ভিয়েতনামের সঙ্গে অনেক এলাকার যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে আছে।

ভিয়েতনামে ২০১৭ সালে সাগরে সর্বাধিক ১৬ টি ঘূর্ণিঝড় এবং চারটি ছোট নিম্নচাপের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ে ৩ শ’ ৮৬ জনের প্রাণহানি হয় এবং ৬ লাখেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

দেশটিতে গত মাসের ভারী বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসেও উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি প্রদেশ লাই চাউ ও হা গিয়াংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তখন অন্তত ২৪ ব্যক্তির মৃত্যু হয়েছিল বলে ভিয়েতনামের স্থানীয় সংস্থা ও গণমাধ্যম নিশ্চিত করেছিল।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!