• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মতলবে উত্তরে সেনা টহল জোরদার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


মতলব (চাঁদপুর) প্রতিনিধি এপ্রিল ২, ২০২০, ০৮:১৭ পিএম
মতলবে উত্তরে সেনা টহল জোরদার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মতলব: মতলব উত্তরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সিভিল প্রশাসনকে সহায়তায় বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনী মাইকিং করে লোকজনকে সচেতন ও সতর্ক করছে।

এদিকে সচেনতার অভাবে ১৩ ব্যবসায়ীকে ১২ হাজার ৫শ’ জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন পাটোয়ারী অভিযানে নেতৃত্ব দেন। সাথে ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আসফিকুর রহমান, মতলব উত্তর থানার উপ-পরিদর্শক সাজু বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স। তারা উপজেলার কয়েকটি বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে জনগণকে সচেতন ও সতর্ক করে।

উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে কঠোর অবস্থানে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। এখন নিয়মিত টহল দেবে সেনাবাহিনী। ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!