• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহাসড়কের ওপর ধানের হাট!


বগুড়া প্রতিনিধি মার্চ ২৫, ২০১৯, ০৭:৪২ পিএম
মহাসড়কের ওপর ধানের হাট!

ছবি : সোনালীনিউজ

বগুড়া : জেলার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় মহাসড়কের ওপর ঝুঁকি নিয়ে বসছে ধানের হাট। সপ্তাহে তিন দিন ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত এ হাট বসলেও সরকার এক টাকাও রাজস্ব পায় না।

সরেজমিন গিয়ে দেখা গেছে, ওই স্থানে সপ্তাহের রোববার, মঙ্গলবার ও শুক্রবার বসে ধানের হাট। শত শত ট্রলি, ভটভটিযোগে বিভিন্ন স্থান থেকে ধান ব্যবসায়ীরা ধান নিয়ে আসেন। আর ক্রেতা এলাকার চাল ব্যবসায়ীরা। মহাসড়কের ওপর হাট বসায় দুর্ঘটনার ঝুঁকিতো রয়েছেই।

তাছাড়া ওই হাট থেকে নিয়মিত টোল আদায় হলেও সরকার এক টাকাও রাজস্ব পাচ্ছে না। শাহবন্দেগী ইউনিয়নের অর্ন্তভুক্ত হলেও এ হাট সরকারিভাবে ইজারা দেওয়া হয় না। রেজাউল, শহিদুলসহ কয়েক যুবক জোরপূর্বক বিনা রসিদে টোল আদায় করেন বলে ব্যবসায়ীরা জানান।

এলাকাবাসী জানান, মহাসড়কের ওপর হাট বসায় যান চলাচলে সমস্যা হওয়া ছাড়াও ঘটছে দুর্ঘটনা।

এ ব্যাপারে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সচিব ইকবাল হাসান দুলাল জানান, বাজারটি শাহবন্দেগী ইউনিয়নের মধ্যে হলেও পরিষদ এক টাকাও রাজস্ব পায় না।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!