• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাদরাসা সুপারকে লাঞ্ছিত, গ্রেপ্তাররা রিমান্ডে


বরিশাল ব্যুরো মে ১৬, ২০১৮, ০৯:৪৮ পিএম
মাদরাসা সুপারকে লাঞ্ছিত, গ্রেপ্তাররা রিমান্ডে

বরিশাল: জেলার বাকেরগঞ্জে মাদরাসা সুপারের মাথায় মল ঢেলে লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার মঞ্জু হাওলাদার ও বেলাল হোসেনকে ৫ দিন রিমান্ড নেয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১৬ মে) বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারুক হোসেন আদেশ দেন।

মঙ্গলবার (১৫ মে) পুলিশ গ্রেপ্তার হওয়া মঞ্জু হাওলাদার ও বেলাল হোসেন নামে দুইজনের ৭ দিনের রিমান্ড আবেদন করেন আদালতে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ মে) আদালতের বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, শুক্রবার (১১ মে) সকালে বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের কাঁঠালিয়া মাদরাসার সুপার আবু হানিফের মাথায় মল ঢেলে লাঞ্ছিত করে স্থানীয় জাপা নেতা জাহাঙ্গিরসহ তার অনুসারীরা। এ ঘটনার একটি ভিডিও রোববার (১৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বেশ বিতর্কের সৃষ্টি হয়। রাতেই আবু হানিফ ৮ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় মঞ্জু হাওলাদার ও বেলাল হোসেন নামে দুইজনকে গ্রেপ্তার করে বাকেরগঞ্জ থানা পুলিশ। ওই ঘটনায় গোটা বরিশালে তোলপাড় সৃষ্টি হয়।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!