• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বেইলি সেতু ধসে কয়েক জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন


মুন্সীগঞ্জ প্রতিনিধি জুন ২, ২০২০, ০১:৪৮ পিএম
মুন্সীগঞ্জে বেইলি সেতু ধসে কয়েক জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

ঢাকা : ঢাকা-মুন্সীগঞ্জের দীঘিরপাড় সড়কের পুরু বাজার বেইলি সেতু কাঠের গুঁড়িভর্তি ট্রাকসহ ধসে পড়েছে। এতে দীঘিরপাড় ও আশপাশের এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কবির হালদার জানান, গুঁড়িভর্তি একটা ট্রাক সেতু অতিক্রম করার সময় বিকট শব্দে সেতুটি ধসে পড়ে। তবে চালক ও হেলপার অক্ষতবস্থায় উঠে আসতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি।

এদিকে, গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দীঘিরপাড় ও আশপাশ ছাড়াও জেলার বেশ কিছু এলাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে বিড়ম্বনায় পড়েছে অনেক মানুষ।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। ট্রাকটি দ্রুত উদ্ধার এবং সড়কটি সচল করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটি সড়ক ও জনপদের সেতু। তাদের জানানো হয়েছে।

তবে সেতুটি চালু করা সময়সাপেক্ষ ব্যাপার জানিয়ে ওসি বলেন, সেতু ধসে লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!