• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মোবাইলে কথায় ব্যস্ত নারী বসে পড়লেন জোড় সাপের ওপর, অতঃপর


সোনালীনিউজ ডেস্ক সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৯:৩৭ এএম
মোবাইলে কথায় ব্যস্ত নারী বসে পড়লেন জোড় সাপের ওপর, অতঃপর

ঢাকা : বিদেশে থাকা স্বামীর সঙ্গে ফোনে কথা বলার ব্যস্ত থাকায় এক নারী না দেখেই বসে পড়েন জোড়া সাপের ওপর। আর মুহূর্তে সাপ দুটি কামড়ে দেয় ওই নারীকে। প্রচণ্ড বিষক্রীয়ায় এক ঘণ্টার মধ্যেই মারা গেলেন ওই গৃহবধূ। ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুরের রিয়ানভ গ্রামে ঘটে এই ঘটনা। নিহত গৃহবধূর নাম গীতা সিংহ।

জানা গেছে, নিহত নারীর স্বামী কর্মসূত্রে থাইল্যান্ডে থাকেন। স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি। ফোনে এতটাই ব্যস্ত ছিলেন যে ঘরে প্রবেশের পর বুঝতেই পারেননি তার বিছানায় শুয়ে আছে বিষাক্ত দুটি সাপ। সাপ দুটি প্রজননকর্মে লিপ্ত ছিল।

বিছানার চাদরটাও প্রিন্টেড ছিল। সেই রঙের সঙ্গে সাপ দুটি অনেকটাই মিশে গিয়েছিল।

ফোনে কথা বলতে বলতে তিনি বিছানায় সাপ দুটির ওপর বসে পড়েন। আর তখনই দুটি সাপ একসঙ্গে তাকে কামড় দেয়। কামড়ানোর কয়েক মিনিটের মধ্যেই জ্ঞান হারান গীতা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু বিষের প্রভাব এতটাই বেশি ছিল যে তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে ফিরে দেখেন তখনো বিছানার ওপরে রয়েছে সাপ দুটি। পরে রাগের মাথায় দুটি সাপকেই পিটিয়ে মেরে ফেলে তারা।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!