• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানি রোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে সভা


ঝিনাইদহ প্রতিনিধি নভেম্বর ৭, ২০১৮, ০৭:০৫ পিএম
যৌন হয়রানি রোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে সভা

ছবি: সোনালীনিউজ

ঝিনাইদহ : ঝিনাইদহে যৌন হয়রানি রোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সৃজনী ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সৃজনী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ড. এম হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সমাজসেবা অফিসার রুবেল হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি (অপারেশন) মহাসীন হোসেন, মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এস এম নাইমুর রহমান, ইউপি সচিব আফরোজা খাতুন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সৃজনী ফাউন্ডেশনের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা অ্যাড. মোজাম্মেল হক। অনুষ্ঠান পরিচালনা করেন রেডিও ঝিনুকের স্টেশন ম্যানেজার পারভীন নাহার। অনুষ্ঠানে বক্তরা, যৌন হয়রানি রোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ে সচেতন হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!