• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাখির বুকে লেপ্টে পাকিস্তানি পতাকা, উত্তাল ভারত (ভিডিও)


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০২০, ০২:২৭ পিএম
রাখির বুকে লেপ্টে পাকিস্তানি পতাকা, উত্তাল ভারত (ভিডিও)

ঢাকা : বলিউডের নামের থেকে বদনাম বা ভালো কথায় বিতর্কিত নাম যদি কারোর হয় তাহলে সেটা রাখি সাওয়ান্ত৷ ফের একবার তাঁকে ঘিরে বিতর্কে উত্তাল নেটিজেনরা৷ এবার নেটিজেনদের হাতে এসেছে তাঁর বিতর্কিত কয়েকটি ছবি৷ না অশ্লীল বা নগ্নতার কারণে নয়-এবারের বিতর্ক একেবারে অন্য কারণে-ছবিতে দেখা যাচ্ছে পাকিস্তানের পতাকা গায়ে জড়িয়ে রয়েছেন রাখি সাওয়ন্ত৷ আর পোস্টটা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

এই ছবির সত্যতা নিয়ে প্রচুর কথা হচ্ছে, কিন্তু জেনে নিন আসল সত্যিটা৷ এটা প্রথম ফেসবুকে পোস্ট হয়, এরপরেই একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার হয়ে যায়৷ হিন্দিতে লেখা ছিল ক্যাপশন- যার মানে ‘এটাই রাখি সাওয়ন্তের সত্যি, নিজেকে গর্বিত ভারতীয় বলে তিনি যে দাবি করেন তা আসলে ভিত্তিহীন৷’

এটা সেই পোস্টের স্ক্রিন শট যা অবশ্য পরে ডিলিট করে দেয় অ্যাকাউন্ট হোল্ডার৷

এই পোস্ট ঘিরেই উত্তাল হয় সোশ্যাল মিডিয়া, মুহূর্তের মধ্যে ট্রেন্ড করতে শুরু করে রাখি সাওয়ন্ত৷ একই ছবির কোলাজ সব জায়গায় ছড়িয়ে পড়ে৷ দেখে নিন৷

সত্যি রাখি সাওয়ন্ত পাকিস্তানি পতাকা জড়িয়ে এই ছবি তুলেছেন৷ তবে ছবিটা এখনকার নয়৷ ২০১৯ সালে এই ছবিটি নিয়ে বিতর্ক হয়েছিল৷ এটা একটি ছবির শ্যুটিংয়ের দৃশ্য৷

রাখি সাওয়ন্ত নিজের ইনস্টাগ্রামে লিখেছিলেন,‘আমি আমার দেশ ভারতকে ভালোবাসি এটা ধারা ৩৭০ ছবিতে আমার চরিত্র৷’

সে সময়েও তাঁকে পাকিস্তানি বলে কার্যত তুলোধনা করেছিলেন নেটিজেনরা৷ সে সময়ের বিতর্কিত পোস্টের জেরে ক্ষোভ উগরোতে দেখে তিনি একটি ভিডিও পোস্ট করেন৷ সেখানে নিজের শ্যুটং ড্রেসেই পুরো ঘটনাটির বিবরণ দেন৷

রাখির এই ছবি ডিসেম্বরের ২০১৯ সালে মুক্তিও পেয়েছিল৷ ছবির নাম ছিল "Mudda 370 J&K"৷ ছবিতে হিতেন তেজওয়ানি, জারিনা ওয়াহাব ছিলেন৷ ছবিতে এক পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি৷ রাখি একটি গানেও নেচেছিলেন তিনি৷

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!