• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাতে সন্তান জন্মদিয়ে ভোরেই পালিয়ে গেলেন মা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি অক্টোবর ১৬, ২০১৯, ১০:২৪ এএম
রাতে সন্তান জন্মদিয়ে ভোরেই পালিয়ে গেলেন মা

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নবজাতককে হাসপাতালে রেখে সকলের অগোচরে পালিয়ে গেছেন শিশুটির মা। বর্তমানে নবজাতক শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত রবিবার (১৩ অক্টোবর) রাত ১১টায় কে বা কারা অজ্ঞাতনামা এক গর্ভবতী নারীকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে চলে যান। পরে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী মোতাহের হোসেন সেন্টু ওই নারীকে গাইনি বিভাগে ভর্তি করান। রাত তিনটার দিকে এক ছেলে সন্তান প্রসব করেন তিনি। সেদিনই খুব ভোরে সকলের অগোচরে নবজাতকটিকে হাসপাতালে রেখে পালিয়ে যান ওই মা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই নারায়ণ চন্দ্র দাস বলেন, ‘নবজাতককে রেখে তার মা চলে যাওয়ার পর আমরা শিশুটির খোঁজ খবর রাখছি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেনের তত্ত্বাবধানে অসুস্থ শিশুটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটি সুস্থ আছে।’

হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী মোতাহের হোসেন সেন্টু জানান, রবিবার রাতে তিনি ডিউটি করার সময় ওই নারীর কান্না শুনে তাকে গাইনি বিভাগে ভর্তি করান। প্রয়োজনীয় ওষুধও কিনে দেন।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে আমি শিশুটির খোঁজ খবর নিয়েছে। পরে পুলিশ ও সমাজসেবা অফিসারকে বিষয়টি জানায়। বর্তমানে শিশুটি আমাদের তত্ত্বাবধানে আছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!