• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সম্পত্তি লিখে নিয়ে মাকে রাস্তায় ফেলে দিল সন্তান! পাশে দাঁড়ালেন ওসি


জেলা প্রতিনিধি জুন ২৫, ২০১৯, ০৬:২৮ পিএম
সম্পত্তি লিখে নিয়ে মাকে রাস্তায় ফেলে দিল সন্তান! পাশে দাঁড়ালেন ওসি

নারায়ণগঞ্জ: বৃদ্ধ মায়ের কাছ থেকে সম্পত্তি লিখে নিয়ে রাতের আঁধারে তাকে রাস্তায় ফেলে দেন দুই সন্তান। এমন খবর পেয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম। 

এরপর আটক করেন ওই দুই ছেলেকে। পরে ওসির উদ্যোগে দুই সন্তানের কাছ থেকে বৃদ্ধার নামে ২ শতাংশ জমি লিখিয়ে নেওয়া হয়। এদিকে এমন ভালো কাজ করে প্রশংসায় ভাসছেন ওসি নজরুল ইসলাম। 

মঙ্গলবার (২৫ জুন) বৃদ্ধা খোদেজা বেগমকে বুকে টেনে নিয়ে ওসি নজরুল বলেন, “আপনি আমর মা। আপনি একা নন। আপনার এমন হাজারো ছেলে আপনার পাশে দাঁড়াবে।”

বৃদ্ধা খোদেজা জানান, ১৯৭১ সালে তার স্বামী বিল্লাত আলী দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। পরে পৈত্রিক সূত্রে সন্তানরা জমির মালিক হন। এক পর্যায়ে বৃদ্ধা তার বাবার বাড়ির জমি ও নিজের স্বামীর কাছ থেকে প্রাপ্য ২০ শতাংশ জমি চার বছর আগে সন্তানদের নামে লিখে দিয়েছিলেন। এরপর ভাত-কাপড়তো দূরের কথা, সন্তানদের কাছে মাথা গোজার অবস্থাও ছিল না তার। এমনকি ছেলের বৌরাও তাকে বিভিন্ন সময় মারধরও করতো। ১৫ দিন আগে ছেলেরা তাকে রাতের আধারে রাস্তায় ফেলে যায়। তার থাকার ঘরেও তারা তালা ঝুলিয়ে দেয়। চৈতনকান্দা এলাকায় একটি রাস্তায় সে পড়ে ছিল।  খবর পেয়ে নিজ উদ্যোগে ওসি তাকে তুলে নেন। এ ঘটনায় দুই ছেলেকে পুলিশ আটক করে। পরে তাদের কাছ থেকে বৃদ্ধার নামে ২ শতাংশ জমি লিখিয়ে নেন। এতে তার মাথা গোজার ঠাঁই হয়েছে। 

ওই বৃদ্ধা বলেন, 'আল্লায় (ওসি) পোলাডার ভালো করুক। আমার কাছে তো ওরে দিমু তেমন কিছু নাই। তবে আল্লাহয় ওর ভালো করব। অনেক বড় অইব দোয়া দিলাম।'

ওসি নজরুল ইসলাম বলেন, ‘আমি একজন অসহায় মায়ের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি বৃদ্ধার থাকার একটু ব্যবস্থা করে দিতে পেরেছি।’ 

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!