• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিকসহ ৬ জন কারাগারে


সুনামগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ৪, ২০১৯, ০৫:১৫ পিএম
সাংবাদিকসহ ৬ জন কারাগারে

ফাইল ফটো

সুনামগঞ্জ: জেলার ছাতকে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগে দায়ের করা মামলায় স্থানীয় এক সাংবাদিকসহ ছয়জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ আদালত (ছাতক জোন)-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ নির্দেশ প্রদান করেন।

মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাবেক ছাত্রনেতা আমিন উদ্দিন, উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের আবদুল কাদিরের পুত্র, দৈনিক ডেসটিনি পত্রিকার উপজেলা প্রতিনিধি মোশাহিদ আলী, উত্তর খুরমা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মোহনপুর গ্রামের আমরুজ আলী, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারণ গ্রামের নূর মিয়ার পুত্র বদরুল হুদা, সৈদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিক মিয়ার পুত্র রাজু মিয়া, ছায়াদ মিয়ার পুত্র লায়েক মিয়া।

উল্লেখ্য, গেল বছরের ২৭ ডিসেম্বর রাতে ছাতকের ধারণবাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পর দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাকির রহমান বাবুল বাদী হয়ে অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা (নং-১৬) করেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!