• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাউথ চিটাগাং গ্রামার স্কুলে জাতীয় শোক দিবস পালন


চট্টগ্রাম প্রতিনিধি আগস্ট ২১, ২০১৯, ১১:০২ এএম
সাউথ চিটাগাং গ্রামার স্কুলে জাতীয় শোক দিবস পালন

চট্টগ্রাম : চট্টগ্রাম কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহাস্থ সাউথ চিটাগাং গ্রামার স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা শুরুতে মহান স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুর রহমান আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরব পালন করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রেজাউল করিম, মনজুর মোর্শেদ জিসান, মোহাম্মদ মামুন, প্রিয়াঙ্কা নাথ, রোকসানা আকতার প্রমুখ।

বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, মহান স্বাধীনতার স্থপতি, ইতিহাসের লৌহমানব, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশে কোটি মানুষের প্রিয় নাম। ১৯৭৫ সালে ঘাতকরা নির্মমভাবে হত্যা করলেও কোটি মানুষের হৃদয়ে এই স্বাধীন বাংলায় অমর হয়ে আছেন।

বঙ্গবন্ধুর যোগ্য উত্তরস‚রি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বিশ্বের দরবারে আজ বাংলাদেশ উন্নয়নের রোলমডেল। বাংলাদেশ যতদিন এই পৃথিবীর মানচিত্রে থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে বেঁচে থাকবেন।

জেজি/এএস

Wordbridge School
Link copied!