• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বিএনপি প্রার্থী আটক


সাতক্ষীরা প্রতিনিধি ডিসেম্বর ১৬, ২০১৮, ০৫:৫৩ পিএম
সাতক্ষীরায় বিএনপি প্রার্থী আটক

গাজী নজরুল

সাতক্ষীরা: নাশকতার একটি মামলায় জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সাতক্ষীরা-৪ আসনের (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) মাওলানা আব্দুল বারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার বাকিরা হলেন, পদ্মপুকুর ইউননিয়ন জামায়াতের আমীর আব্দুর রউফ ও জামায়াত নেতা শেখ আব্দুল বারীসহ ৬ জন।

শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বংশীপুর এলাকা থেকে নাশকতার একটি মামলায় জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ও মাওলানা আব্দুল বারীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে তিনি।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে ২০ জনের মতো জামায়াত নেতা ধানের শীষ প্রতীকে ভোটে দাঁড়িয়েছেন। নিবন্ধন হারানোর পর জোটসঙ্গী বিএনপির প্রতীক ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে দলটি। গাজী নজরুল ১৯৯১ সালে জামায়াতের এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!