• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা, গেইনারে জিকিউ বলপেন


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৮, ২০২০, ০২:৩৭ পিএম
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা, গেইনারে জিকিউ বলপেন

ঢাকা : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির  ৮০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে টনটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারিটর দর ৩৯.৫১ শতাংশ বেড়েছে।  

ডিএসইতে গত সপ্তাহে  লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২০.৮৩ শতাংশ।

গেল সপ্তাহে  লেনদেনের শীর্ষে উঠা আসা বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের মোট ১ কোটি ৮১ লাখ ১ হাজার টি শেয়ার হাতবদল করেছে।
লেনদেনের শীর্ষে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৩৩ লাখ ৭০ হাজার ৪১৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬০ কোটি ৭৮ লাখ টাকা।

ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ১৪ লাখ ২৯ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৬ কোটি ৮৯ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি, গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, নাহি অ্যালুমিনিয়াম, বিকন ফার্মা ও মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আলোচ্য সপ্তাহে টনটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারিটর দর ৩৯.৫১ শতাংশ বেড়েছে। শেয়ারটি গড়ে প্রতিদিন ৩ কোটি ২৮ লাখ টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ১৬ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর বেড়েছে ২৬ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ১ কোটি ৬০ লাখ ৫৭ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৮ কোটি ২ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফাইন ফুডস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৭ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন  ৩ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার  টাকার  শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ১৯ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স ও ইসলামী ব্যাংক লিমিটেড।

লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২০.৮৩ শতাংশ।  

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৯ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ লাখ ৮৮ হাজার  টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২ দশমিক ১২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৫ লাখ ৩৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ৬ হাজার  টাকা।

পূবালী ব্যাংক তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে  ৯.১৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩২ লাখ ৩৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তাল্লু স্পিনিং মিলস, আইসিবি এম্পোলয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, লিবরা ইনফিউশন, ফনিক্স ফাইন্যান্স, এমবি ফার্মা, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ও একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।

সোনালীনিউজ/এলএ/এএস

Wordbridge School
Link copied!