• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সাহেদের ১০ দিন রিমান্ড চাইবে ডিবি, নেওয়া হচ্ছে আদালতে


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৬, ২০২০, ১০:২১ এএম
সাহেদের ১০ দিন রিমান্ড চাইবে ডিবি, নেওয়া হচ্ছে আদালতে

ঢাকা : করোনা চিকিৎসার নামে প্রতারণার দায়ে গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান মো. সাহেদকে আদালতে নেওয়া হচ্ছে। আদালতে এই ‘মহাপ্রতারকের’ ১০ দিনের রিমান্ডে চাইবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার মধ্যে সাহেদকে আদালতে তোলা হবে হবে।  

বুধবার (১৫ জুলাই) ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রিজেন্টের প্রতারণার মামলাটি ডিবি তদন্ত করছে। মামলার প্রধান আসামি রিজেন্টের চেয়ারম্যান সাহেদ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। সাহেদকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পরই আত্মগোপনে যান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদ। টানা ৯ দিনের নজরদারি শেষে বুধবার (১৫ জুলাই) ভোরে র‌্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীরে সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!