• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হঠাৎ কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড়


পঞ্চগড় প্রতিনিধি সেপ্টেম্বর ১৮, ২০১৯, ১১:৪৩ এএম
হঠাৎ কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড়

পঞ্চগড়: এ যেন শীতের আগমনের আগাম বার্তা উত্তরের জনপদে।  হঠাৎ কুয়াশার চাদরে ঢেকে গেছে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টা থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার সঙ্গে হালকা শীত নামায় সড়ক-মহাসড়ক ও হাটবাজার জনশূন্য হতে শুরু করে।

এ দিন সকাল থেকে জেলার কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির দেখা মিললেও রাতে হঠাৎ কুয়াশায় হালকা শীত নেমে আসে। দিবাগত রাত ১২টার পর থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশা ও শীতের তীব্রতা বেড়ে যায়।

জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক হবিবর রহমান জানান, রাত ১০টার পর থেকে হঠাৎ কুয়াশা পড়ায় মানুষজন ঘর থেকে বাইরে বের হচ্ছে না। এ কারণে বেকার সময় পার করছেন বলে জানান ওই ভ্যানচালক।

আটোয়ারী এলাকার ট্রাকচালক আপেল হক বলেন, আমি নাটোর থেকে ইট নিয়ে আসছি। রাতে হঠাৎ কুয়াশা পড়ায় গাড়ি চালানো কষ্টকর হয়ে পড়েছে। ঘন কুয়াশায় রাস্তা ঠিকমতো চোখে পড়ছে না।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে এবং রাতে জেলার বিভিন্ন এলাকা হঠাৎ কুয়াশাছন্ন হয়ে পড়েছে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!