• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাসপাতালে ডাক্তার নেই, রাস্তায় সন্তান প্রসব করলেন মা!


টাঙ্গাইল প্রতিনিধি এপ্রিল ১৮, ২০১৯, ০৭:২৮ পিএম
হাসপাতালে ডাক্তার নেই, রাস্তায় সন্তান প্রসব করলেন মা!

প্রতীকী ছবি

টাঙ্গাইল : প্রসব যন্ত্রণায় কাতর হয়ে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন এক প্রসূতি। কিন্তু হাসপাতালে সেবা না পেয়ে রাস্তায় খোলা আকাশের নিচেই সন্তান প্রসব করলেন তিনি। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই ঘটনা ঘটে।

প্রসূতির পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ি গ্রামের রিপন মিয়ার স্ত্রী ফুলমতির (২৩) প্রসব ব্যথা ওঠে। পরে গুরুতর অবস্থায় তাকে ভূঞাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ সময় সেখানে কোনো ডাক্তার নার্স ছিল না। ফলে অন্য হাসপাতালের উদ্দেশে নিয়ে যেতে তাকে বাইরে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতাল চত্বর পার না হতেই রাস্তায় সন্তান প্রসব করেন ওই প্রসূতি।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিক এলাহি বলেন, একজন প্রসূতি রোগী এসেছিল বলে আমি শুনেছি। কিন্তু ওই সময় কর্তব্যরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওয়াশরুমে ছিলেন। তাই কাউকে না পেয়ে তারা হাসপাতাল ছেড়ে চলে যান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!