• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিলি সীমান্তে একে অপরকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি বিএসএফ


হিলি (দিনাজপুর) প্রতিনিধি মে ২৫, ২০২০, ০৫:২৬ পিএম
হিলি সীমান্তে একে অপরকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি বিএসএফ

হিলি : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি উপহার দিয়ে দুবাহিনীর পক্ষে শুভেচ্ছা জানিয়েছে।

সোমবার বিকেলে হিলি সীমান্তের ফকিরপাড়াস্থ বটতলি নামক এলাকায় বিজিবির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া ও বিএসএফের হিলি কোম্পানি কমান্ডার জগদিশ প্রসাদ দুবাহিনীর পক্ষে এই মিষ্টি বিনিময় করেন।

বিজিবির বাসুদেবপুর কোম্পানি কমান্ডার চাঁন মিয়া জানান, আজ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এসময় তারাও আমাদেরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। সীমান্তে কর্তব্যরত দুবাহিনীর মাঝে সৌহাদ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ যেন বজায় রাখে এলক্ষ্যে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে আমরা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে থাকি। এধরনের রেওয়াজ এই সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!