• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে করোনা আক্রান্ত ভোলার জেলা জজকে


ভোলা প্রতিনিধি জুন ২১, ২০২০, ০৮:৫৬ পিএম
হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে করোনা আক্রান্ত ভোলার জেলা জজকে

ফাইল ছবি

ভোলা : করোনা আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোলা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। 

রোববার তাঁর শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপিকে জানানো হলে তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের  প্রিন্সিপাল স্টাফ অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এর সঙ্গে কথা বলে তাঁকে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন।

তাকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। গত ১২ জুন থেকে করোনাভাইরাসজনিত রোগের লক্ষণে ভুগছিলেন এবং ভোলায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

এদিকে ভোলার জেলা জজকে দ্রুত ঢাকায় আনার বিষয়ে আন্তরিকভাবে সহযোগিতা করায়  প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের  প্রিন্সিপাল স্টাফ অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোনালীনিউজ/এমএএইচ/এইচএস

Wordbridge School
Link copied!