• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হোটেলে হামলাকারীকে আগে একবার আটক করে ছেড়ে দেয়া হয়েছিল


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২৫, ২০১৯, ০৭:০৫ পিএম
হোটেলে হামলাকারীকে আগে একবার আটক করে ছেড়ে দেয়া হয়েছিল

ঢাকা : শ্রীলঙ্কার এক হামলাকারীকে আগে একবার আটকের পর ছেড়ে দিয়েছিল দেশটির পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সিএনএনকে এ কথা জানান সরকারের এক মুখপাত্র।

দেশটির সরকারের মুখপাত্র সুদর্শন গুণবর্ধন জানান, আটক মসলা ব্যবসায়ী ইউসুফ ইব্রাহিমের এক ছেলে ইলহাম আহমেদ ইব্রাহিম। গত রবিবার ইলহাম ইব্রাহিম কলম্বোর সিনামন গ্রান্ড হোটেলে একটি ডিভাইস বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়।

গুণবর্ধন আরও বলেন, ‘সিনামন গ্রান্ডে বোমা হামলা চালিয়েছিল ওই আত্মঘাতী হামলাকারী, যাকে আগে ছেড়ে দেওয়া হয়েছিল।’

এর আগে ইস্টার সানডেতে হামলায় ৩৫৯ নিহতের ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ইলহাম আহমেদ ইব্রাহিম ও তার ভাই ইমসাত আহমেদ ইব্রাহিমকে শনাক্ত করা হয়।

এদিকে ভয়াবহ এ সিরিজ বোমা হামলায় সন্দেহভাজন দুই হামলাকারী ছেলেকে তাদের মসলা ব্যবসায়ী বাবা সাহায্য ও উৎসাহ দিয়েছিলেন বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কার পুলিশ।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসিকারা জানিয়েছেন, হামলায় ছেলেদের সাহায্য এবং উৎসাহ দেওয়ায় তাদের বাবা মোহাম্মদ ইউসুফ ইব্রাহিমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সেইসঙ্গে ওই পরিবারের সকল সদস্যকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!