• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৩ মামলায় এহসানুল হক মিলনের জামিন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০১৮, ০৪:৫৪ পিএম
১৩ মামলায় এহসানুল হক মিলনের জামিন

ফাইল ফটো

ঢাকা:  সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনকে ১৩ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১২ ডিসেম্বর) তার আবেদনের প্রেক্ষিতে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের ডিভিশন বেঞ্চ জামিনের আদেশ দেন।

এদিন হাইকোর্টে এহসানুল হক মিলনের পক্ষে ১৪টি মামলায় জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে ১৩ মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৩ নভেম্বর থেকে চাঁদপুরের কারাগারে আছেন এহসানুল হক মিলন। চাঁদপুরের বিভিন্ন আদালতে তার নামে ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭টি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশ নেয়ার কথা থাকলেও দলীয় মনোনয়ন পাননি বিএনপির এই নেতা।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!