• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৪ ঘন্টা পরেও উদ্ধার হয়নি ট্যাক্সিক্যাবটি


সাভার প্রতিনিধি জুলাই ২২, ২০১৯, ০২:০৬ পিএম
১৪ ঘন্টা পরেও উদ্ধার হয়নি ট্যাক্সিক্যাবটি

সাভার : ঘটনার ১৪ ঘন্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি সাভারের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া ট্যাক্সিক্যাবটির। ট্যাক্সিক্যাবটি উদ্ধারে
রোববার (২১ জুলাই) গভীর রাতে শুরু হওয়া ফায়ার সার্ভিসের অভিযান এখনো অব্যাহত আছে।

সোমবার (২২ জুলাই সকালে) উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের কর্মিরা জানান,  নদীতে প্রবল স্রোতের কারনে তাদের উদ্ধার অভিযান কিছুনা বাধাগ্রস্ত হচ্ছে। অভিযানের শুরুতে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল অংশ নিলেও পরবর্তীতে ডুবুরি দলের আরও দুই সদস্য এই উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে নদীতে প্রবল স্রোতের কারনে নদীতে ডুব দিয়ে তল্লাশী চালানাও কষ্টসাধ্য হয়ে পরছে ডুবুরিদের জন্য।

এর আগে রোববার (২১ জুলাই) রাতে সাভার থেকে ঢাকাগামী ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি যাত্রীবাহী ট্যাক্সিক্যাব ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজের কাছে পৌঁছে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশ দিয়ে নদীতে পড়ে তলিয়ে যায়। এঘটনায় কয়েকজনের হতাহতের আশংকা করা হচ্ছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!