• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৪ মাস ভারতে আটক থাকার পর দেশে ফিরল কিশোর


হিলি (দিনাজপুর) প্রতিনিধি ফেব্রুয়ারি ২৫, ২০১৯, ০৫:৩২ পিএম
১৪ মাস ভারতে আটক থাকার পর দেশে ফিরল কিশোর

ছবি : সোনালীনিউজ

দিনাজপুর : অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতে ১৪ মাস আটক থাকার পর দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরে এলো জিল্লুর রহমান নামে এক কিশোর। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হিলি চেকপোস্ট দিয়ে ভারত ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন।

জিল্লুর রহমান (১৬) সিলেট জেলার জালালাবাদ উপজেলার পূর্ব গোয়াইন গ্রামের মৃত মানিক মিয়ারছেলে।

হিলি ইমিগ্রেশন ওসি ফিরোজ হোসেন জানান, সে কাজের সন্ধানে ২০১৭ সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সে সময় জিল্লুর রহমান ভারতের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়।

তারপর থেকে সে বালুরঘাট শোভায়ন অবজারভেশন হোমে আটক ছিল। দু’দেশের আইনি প্রক্রিয়া শেষে সোমবার ভারত ইমিগ্রেশন পুলিশ তাকে হস্তান্তর করেন। এ সময় বিএসএফ ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!