• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০ এপ্রিল ঢাকায় আসছেন প্রখ্যাত নৃত্যশিল্পী লীলা স্


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৭, ২০১৬, ০৫:০৭ পিএম
২০ এপ্রিল ঢাকায় আসছেন প্রখ্যাত নৃত্যশিল্পী লীলা স্

বিনোদন ডেস্ক

ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী লীলা স্যামসন আগামী ২০ এপ্রিল ঢাকায় আসছেন। সঙ্গে আসছে তার নাচের দল 'স্পান্দা'। এই সফরে তিনটি নাচের অনুষ্ঠান এবং একটি কর্মশালা পরিচালনা করবেন লীলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করেছে সাধনা ও সৃষ্টি।

সাধনা ও সৃষ্টি লীলা স্যামসনকে নিয়ে ২১ থেকে ২৩ এপ্রিল 'রূপ বাহুল্য ভরতনাট্যম নৃত্য উৎসব'-এর আয়োজন করেছে। ২১ এপ্রিল সন্ধ্যায় লীলা স্যামসন এবং স্পান্দা ভরতনাট্যম পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।

২২ ও ২৩ এপ্রিল সন্ধ্যায় তারা জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠান করবেন। এরপর ২৪ থেকে ২৮ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়াকক্ষে ভরতনাট্যম নাচের কর্মশালা পরিচালনা করবেন লীলা স্যামসন।

এ ব্যাপারে সাধনার শৈল্পিক নির্দেশক লুবনা মরিয়ম বলেন, 'তিন দিনই ভিন্ন ভিন্ন নৃত্যানুষ্ঠান পরিবেশিত হবে। অনুষ্ঠানে দর্শনীর বিনিময়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এবার আমরা অনলাইনেও প্রবেশপত্র সরবরাহ করছি।| www.jetechao.com স এই ওয়েবসাইটে প্রবেশপত্র পাওয়া যাবে।'

লুবনা মরিয়ম জানিয়েছেন, ১৯৯২ সালে সাধনার আমন্ত্রণে লীলা স্যামসন প্রথম ঢাকায় আসেন। ১৯৯৬ ও ১৯৯৭ সালে আরো দুইবার ঢাকায় এসেছেন তিনি। এরপর নাচের পাশাপাশি আরো কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন ভরতনাট্যমের প্রখ্যাত এই শিল্পী। তিনি কলাক্ষেত্র ফাউন্ডেশনের পরিচালক এবং সঙ্গীত নাটক আকাদেমি ও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন ছিলেন। তবে বর্তমানে নাচ সংক্রান্ত কাজই বেশি করছেন। সম্প্রতি মণি রত্ন পরিচালিত একটি তামিল ছবিতে অভিনয় করেছেন তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!