• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪৬ ঘন্টা পর ধরনা তুললেন মমতা


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ৬, ২০১৯, ০৭:৫২ পিএম
৪৬ ঘন্টা পর ধরনা তুললেন মমতা

ঢাকা : অবশেষে ধরনা প্রত্যাহার করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার ধর্মতলা চত্বরে মেট্রো চ্যানেলের ধরনা প্রত্যাহারের ঘোষনা দেন তিনি।

এদিন সন্ধ্যায় ছয়টা নাগাদ টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু, আরজেডি নেতা তেজস্বী যাদবের সাথে প্রায় এক ঘন্টা বৈঠকের পরই প্রায় ৪৬ ঘন্টা পর ধরনা তুলে নেওয়ার কথা ঘোষনা মমতার। তবে কলকাতার ধরনা শেষ হলেও দিল্লিতে নতুন করে এই ধরনা কর্মসূচীর ঘোষনা দিয়েছেন তিনি।

মমতা এদিন জানান ‘এই ধরনায় গণতন্ত্রের জয় হয়েছে। রাজীব কুমারকে গ্রেফতারে সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা চাপিয়েছে। এই ধরনায় গণতন্ত্র ও সংবিধানের জয় হয়েছে। তাই আজকেই আমাদের এই ধরনা প্রত্যাহার করলাম।’

তিনি আরও বলেন ‘এই মঞ্চে চন্দ্রবাবু নাইডু, তেজস্বী যাদব সহ আমাদের দলের অন্যরাও আছেন। তাদের সাথে কথা বললাম। এরপরই ধরনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিই।’

তবে লড়াই যে এখানেই শেষ হচ্ছে না তাও জানান তিনি। মমতা বলেন ‘আমরা আমাদের সংগ্রাম থামাচ্ছি না। আমরা এটাকে দিল্লিতে নিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য রবিবার সন্ধ্যায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে অভিযান চালাতে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই’এর কর্মকর্তারা। এরপরই তার বাড়িতে ছুটে আসন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি ঘোষনা দেন গণতন্ত্র, সংবিধান দেশ রক্ষার দাবিতে কলকাতার ধর্মতলা চত্বরে মেট্রো চ্যানেলে ধরনা শুরু করবেন তিনি। সেইমতো রাত পৌণে ৯ টা নাগাদ ধরনা শুরু হয় মমতার।

আর সেই থেকে গত প্রায় তিন দিন ধরে রাজ্যের একাধিক মন্ত্রী, দলীয় সাংসদ, বিধায়ক, ও নেতারা ছিলেন মমতার পাশে। এমনকি প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরও ওই ধরনা মঞ্চে দেখা যায়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!