• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৮ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দেবে সরকার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৩, ২০২০, ০৪:৫৯ পিএম
৮ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দেবে সরকার

ঢাকা : দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্সসহ মোট ৮ হাজার জনবল নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কোভিড-১৯ চিকিৎসায় ‘আলাদা হাসপাতাল’ হচ্ছে এমন একটি কথা ছড়িয়েছে।  এটি সম্পূর্ণ ভুল তথ্য।  এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।  সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আহ্বান থাকবে, নিশ্চিত না হয়ে কোনো বিবৃতি দিবেন না।

দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও সাতজন করোনায় প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে ১২৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৪ জন। ফলে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৮৬ জন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!