• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুতুববাগ দরবার শরীফের পবিত্র ওরছ ও বিশ্বজাকের ইজতে


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৪, ২০১৬, ০১:৫২ এএম
কুতুববাগ দরবার শরীফের পবিত্র ওরছ ও বিশ্বজাকের ইজতে

সোনালীনিউজ ডেস্ক


‘সূফীবাদই শান্তির পথ’ এই আহ্বানে সাড়া দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও দেশ-বিদেশের লাখো ভক্ত-আশেকান-জাকেরানের সমাগম হয় কুতুববাগ দরবার শরীফের ওরছ শরীফে।

গত শুক্রবার অসংখ্য ভক্ত-আশেকান-জাকেরানের আগমনে এক মহা-মিলনমেলায় পরিণত হয় রাজধানীর ফার্মগেটের আনোয়ারা উদ্যান। আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছিল মহাপবিত্র ওরছ ও বিশ্বজাকের ইজতেমা। মাসব্যাপী যেসকল জাকের-কর্মী ভায়েরা নিরলস পরিশ্রমের মাধ্যমে সাফল্যমন্ডিত করেছেন তাদেরকে এক বিশেষ দোয়ার মাধ্যমে কেবলাজান ছুটি দেন।

বিশেষ দ্রষ্টব্য: গত ২৯ জানুয়ারি শুক্রবার পবিত্র ওরছ ও বিশ্বজাকের ইজতেমার বিশ্ববাসীর কল্যাণ ও শান্তি কামনায় আখেরী মোনাজাত করেন দরবার শরীফে পীরকেবলাজান শাহসূফী আলহাজ মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মোজাদ্দেদি কুতুববাগী কেবলাজান। প্রেস বিজ্ঞপ্তি

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!