• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যা: ৪ জনের ফাঁসি


কুষ্টিয়া প্রতিনিধি জুন ২, ২০১৬, ০৩:৩১ পিএম
কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যা: ৪ জনের ফাঁসি

কুষ্টিয়ায় ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-১ এর বিচারক রেজাউল মোহাম্মদ আলমগীর এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-শহীদ ইয়াকুব আলী সড়কের আড়ুয়াপাড়ার মাইকেলের ছেলে হাসান, একই এলাকার মো. বশির আহমেদের ছেলে সালমান, বিহারী কলোনির আব্দুর রহিমের ছেলে রাহাতুজ জাসান এবং আড়ুয়াপাড়ার কৃষ্ণচন্দ্র ঘোষের ছেলে নিশিকান্ত। এদের মধ্যে নিশিকান্ত পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৯ জানুয়ারি কুষ্টিয়া শহরের আমলাপাড়ার পদার্পণ সু স্টোরের মালিক আলমগীর হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে ২২ নভেম্বর তারিখে এ মামলার চার্জ গঠন করা হয়। দীর্ঘ শুনানি ও ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!