• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘চাল নিয়ে চালবাজি বন্ধ করুন’


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০৫:৪৯ পিএম
‘চাল নিয়ে চালবাজি বন্ধ করুন’

ঢাকা: বাংলাদেশে পর্যাপ্ত চালের মজুদ আছে উল্লেখ্য করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, খাদ্য উৎপাদনে বাংলাদেশ। স্বয়ংসম্পূর্ণ এরপরও চালের দাম বাড়ার কোনো কারণ নেই। চালের দাম নিয়ে রাজনীতি হচ্ছে। আড়তদার ও মজুদদাররা কারসাজি করে দাম বাড়াচ্ছেন।

মন্ত্রী বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চালের দাম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। বাজারে চালের দাম অস্বাভাবিক বৃদ্ধির জন্য আড়তদার ও মজুদদারদের দায়ী করে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, চাল নিয়ে চালবাজি বন্ধ করুন, ভালো হয়ে যান।

কামরুল ইসলাম বলেন, বর্তমানে দেশে এক কোটি মেট্রিক টনের ওপরে খাদ্য মজুদ আছে। এই চাল কৃষকদের ঘরে আছে, আড়তদার ও মজুদদারদের হাতে আছে। শিগগিরই আমাদের আরো আড়াই লাখ মেট্রিক টন চাল আসছে। এই অবস্থায় দেশে কোনো খাদ্য সংকট নেই বলে দাবি করেন তিনি।

সরকারি খাদ্যগুদামে খাদ্য মজুদের পরিমাণ প্রসঙ্গে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, সরকারের খাদ্যগুদামগুলোতে যথেষ্ট পরিমাণে খাদ্য মজুদ আছে। তবে কী পরিমাণ আছে তা জানাতে অপারগতা প্রকাশ করে তিনি।

মন্ত্রী জানান, আগামী রোববার থেকে রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে খোলা বাজারে ওএমএস’র চাল ১৫ টাকা ও আটা ১৭ টাকা দরে বিক্রি শুরু হবে।

চালের দাম বাড়ছে কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম অবশ্যই নিয়ন্ত্রণে আসতে হবে। রোহিঙ্গা সংকটের মধ্যেই চাল আনতে মিয়ানামারে যাওয়ার ঘটনার সমালোচনার বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশে মিয়ানমারে গিয়েছি। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!