• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘জামায়াতের হরতাল অবৈধ, প্রত্যাখ্যান করেছে জনগণ’


নিজস্ব প্রতিবেদক মে ৮, ২০১৬, ০১:০৩ পিএম
‘জামায়াতের হরতাল অবৈধ, প্রত্যাখ্যান করেছে জনগণ’

যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করায় পাকিস্তান হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জমায়াতের ডাকা হরতালবিরোধী অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন তিনি।

জামায়াতের হরতালকে অবৈধ উল্লেখ করে, জনগণ এ হরতাল প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘এই রায়ের বৈধতা নিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুলেছেন। পাকিস্তানের এই ভূমিকা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমার আহ্বান থাকবে, পাকিস্তানের এ ধরণের মন্তব্যের কারণে পাক হাইকমিশনারকে তলব করে এর কড়া প্রতিবাদ যেন জানানো হয়।’

সোনালীনিউজ/ঢাকা/আমা

Wordbridge School
Link copied!