• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিজামীর ফাঁসি : কারাফটকে নিরাপত্তা জোরদার


নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০১৬, ০৬:৪৫ পিএম
নিজামীর ফাঁসি : কারাফটকে নিরাপত্তা জোরদার

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের বাইরে ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ।
 
মঙ্গলবার সকাল থেকেই কারারক্ষীরা কারাগারের মূল ফটকের বাইরে স্বশস্ত্র অবস্থান নিতে দেখা গেছে। আশপাশের এলাকায় পুলিশ-র‌্যাব টহল দিচ্ছে। এছাড়া দোকানপাটও বন্ধ আছে।
 
এদিকে কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের বাইরে গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ব্যারিকেডের ভেতরে কারা কর্তৃপক্ষ ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
 
গত বৃহস্পতিবার নিজামীর রিভিউ পিটিশন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। নিজামীর রিভিউ আবেদন খারিজ করার কয়েকদিনের মধ্যে এই রায় প্রকাশ করা হলো।
 
১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও উস্কানিদাতাসহ মানবতাবিরোধী তিনটি অপরাধের দায়ে গত ৬ জানুয়ারি নিজামীর ফাঁসির রায় বহাল রাখে আপিল বিভাগ। এর আগে ২০১৪ সালের ২৯ অক্টোবর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে চারটি অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছিল। ওই বছরের ২৩ নভেম্বর ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। আপিল বিভাগ তিনটি অপরাধে নিজামীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। আপিল বিভাগের এই রায়ের বিরুদ্ধে নিজামী রিভিউ পিটিশিন করলে সেটিও খারিজ করে দেয়া হয়।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!