• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২০


নেত্রকোনা প্রতিনিধি জুন ৪, ২০১৬, ০৫:৩৮ পিএম
নেত্রকোনায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২০

নেত্রকোনার কেন্দুয়ায় তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ জুন) দুপুরে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের আল্লাদ মিয়া ও নবনির্বাচিত ইউপি সদস্য কামরুল ইসলামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে সদস্য পদে মামুদপুর গ্রামের আল্লাদ মিয়া ও কামরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে কামরুল ইসলাম বিজয়ী হন। এর পর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে শনিবার দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে প্রতিপক্ষের দাঁড়ালো অস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেলের আঘাতে অন্তত ২০ জন গুরুতর আহত হন।

ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!