• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
চুয়াডাঙ্গা-২ আসন

পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, লবিংয়ে ব্যস্ত আ.লীগ


চুয়াডাঙ্গা প্রতিনিধি অক্টোবর ১১, ২০১৮, ০৩:৩৫ পিএম
পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, লবিংয়ে ব্যস্ত আ.লীগ

চুয়াডাঙ্গা: একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে চুয়াডাঙ্গা-দুই আসনে সক্রিয় হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে লবিং শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। গত দু’বারের মতো আগামী নির্বাচনেও জয় চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচনী মাঠে না থাকলেও আসন পুনরুদ্ধারে প্রস্তুতি নিচ্ছে বিএনপিও।

সীমান্তবর্তী উপজেলা দামুড়হুদা ও জীবননগর উপজেলার দুই পৌরসভা ও ১৫ ইউনিয়ন নিয়ে চুয়াডাঙ্গা-২ আসন। এখানে ভোটের রাজনীতিতে বরাবরই আধিপত্য বিএনপি নেতৃত্বাধীর ২০ দলীয় জোটের।

১৯৯১ সালে জোট প্রার্থী হিসেবে জয় পান জামায়াত নেতা হাফিজুর রহমান। পরের দুই নির্বাচনে সংসদ সদস্য হন বিএনপির মোজাম্মেল হক। তবে ২০০৮-এর নির্বাচনে এই আসনের দখল নেন আওয়ামী লীগের আলী আজগর। সবশেষ ভোটও জয় তার। এ অবস্থায় একাদশ সংসদ নির্বাচনে আসনটি নিজেদের করতে মরিয়া বড় দুই দল।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করলেও মাঠে নামেনি বিএনপি। তবে ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে জোটের একক প্রার্থী নিয়েই মাঠে নামতে চান দলটির নেতারা। অন্যদিকে সরকারের উন্নয়নের কারণে জয় নিয়ে আশাবাদী আওয়ামী লীগও।

এদিকে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে দীর্ঘদিন গণসংযোগে আছেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দীন জোয়ার্দ্দার দুলু।

তবে প্রতীক নয় জনপ্রতিনিধি বাছাইয়ে প্রার্থীর অতীত কর্মকাণ্ডের পাশাপাশি গুরুত্ব পাবে উন্নয়ন অঙ্গীকার। এই আসনে ভোটার রয়েছেন চার লাখ ২৬ হাজার।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!